আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5269

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 জুলাই 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শাইখ। আমার খালু ইসলামী ব্যাংকে ম্যানেজার পদে চাকুরী করে। এই চাকুরী ছাড়া অন্য কোনো জায়গা থেকে তার উপার্জন আসে না। যেহেতু আমার খালু-খালা আমাদের পাশের বাসাতেই থাকে। তাই মাঝে মাঝে আমাদের দাওয়াত দেয়। যারা ব্যাংকে চাকুরী করে তাদের বাসায় খাওয়া হারাম। কিন্তু যদি আমি দাওয়াত গ্রহণ না করি তবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি পিতা মাতারও অবাধ্য হতে হবে। এক্ষেত্রে আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হলে ব্যাংকে চাকুরী করা জায়েজ। সুতরাং সেখানে খেতে আপনার সমস্যা নেই। আর হারাম উপার্জন করে এমন বাড়ির ক্ষেত্রে কৌশলে এড়িয়ে যাবেন। আল্লাহর আদেশ মানা আবশ্যক, পিতা-মাতা অসন্তুষ্ট হলেও। রাসূলুল্লাহ সা. বলেছেন, لَا طَاعَةَ فِي مَعْصِيةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ কোন নাফরমানির ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে ভালো কাজে। সহীহ বুখারী হাদীস নং হাদীস নং ৭২৫৭।