ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হলে ব্যাংকে চাকুরী করা জায়েজ। সুতরাং সেখানে খেতে আপনার সমস্যা নেই। আর হারাম উপার্জন করে এমন বাড়ির ক্ষেত্রে কৌশলে এড়িয়ে যাবেন। আল্লাহর আদেশ মানা আবশ্যক, পিতা-মাতা অসন্তুষ্ট হলেও। রাসূলুল্লাহ সা. বলেছেন, لَا طَاعَةَ فِي مَعْصِيةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ কোন নাফরমানির ক্ষেত্রে আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে ভালো কাজে। সহীহ বুখারী হাদীস নং হাদীস নং ৭২৫৭।