আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5258

হালাল হারাম

প্রকাশকাল: 22 জুন 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,
ইসলামে নন-মাহরাম নারী রোগীদের দেখতে যাওয়ার বিধান কি? যদি মুমুর্ষ রোগী হয়- যেখানে পর্দা ঠিকমত রাখা সম্ভব নয় (যেমন- প্যারালাইজড রোগী, ইউরিন ব্যাগ থাকাতে এবং পিঠে ঘা হয়ে যাওয়ার দরুন কাপড় সতর এর অনেকংশেই খুলে রাখতে হয়)? এছাড়াও স্বাভাবিক অবস্থায় নারী নন-মাহরাম আত্নীয়দের সাথে কি শুধু ফোনে যোগাযোগ রাখব? যেহেতু বর্তমান সময়ে বেশীরভাগ একক পরিবার এবং বাসায় নারীরা একা অবস্থান করে? আত্নীয়তার সম্পর্ক রক্ষা করার জন্যে শুধু ফোনে যোগাযোগ রাখলে কি সেটি আদায় হয়ে যাবে (পর্দা এবং গীবতের কারণে যদি কাছাকাছি না থাকি )

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিনা প্রয়োজনে নন মাহরাম রোগীর কাছে যাওয়া যাবে না। তবে যদি নিকটাত্নীয় না থাকে, রোগীর সেবার প্রয়োজনে যাওয়া আবশ্যক হয় তাহলে গিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করলে সমস্যা হবে না। শরীয়ত এটাকে ওযর হিসেবে গণ্য করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নন মাহরাম আত্মীয়দের সাথে ফোনে কথা বলা যাবে না।শুধুমাত্র বিশেষ প্রয়োজন হলেই কেবল ফোনে কথা বলতে পারেন। আর দেখা করার কোন সুযোগ নেই। পর্দা আবশ্যক।