As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5256

বিবাহ-তালাক

প্রকাশকাল: 20 জুন 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি সালমান। একবার আমার মা আমার ছোটবোন ও আমার খালাতো বোনকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন। আমার খালাতো বোন ভুলবশত আমার মায়ের দুধ খেয়ে ফেলে তখন তার বয়স ছিল ২ বছর ৩ মাস। এক্ষেত্রে আমার খালাতো বোন কি আমার দুধবোন হিসেবে বিবেচিত হবে? এবং তার সাথে আমার বিয়ে জায়েজ হবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, তার সাথে আপানার বিবাহ জাযেজ হবে। দুই বছরের চেয়ে বেশী বয়সে দুধ পান করলে দুধ-সম্পর্ক হয় না। নীচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحَرِّمُ مِنَ الرَّضَاعَةِ إِلاَّ مَا فَتَقَ الأَمْعَاءَ فِي الثَّدْىِ وَكَانَ قَبْلَ الْفِطَامِ ১১৫২। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুধ ছাড়ানোর বয়সের পূর্বে স্তনের বোটা হতে শিশুর পাকস্থলীতে দুধ না গেলে দুধপানের নিষিদ্ধতা কার্যকর হয় না (অর্থাৎ দুধপান জনিত কারণে বিয়ের সম্পর্ক স্থাপন নিষিদ্ধ হয় না)। সুনানু তিরমিযী হাদীস নং ১১৫২। আর কুরআন শরীফে আছে وَ الۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَهُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ ؕ মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর দুধ পান করাবে, (এটা) তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায়। সূরা বাকারাহ, আয়াত ২৩৩।