As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5243

নামায

প্রকাশকাল: 7 জুন 2020

প্রশ্ন

আমি জানতে চাচ্ছি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কোন ভিডিও আছে যেখানে বলে সালাতে ইমামের ভূল হলে কি পড়তে হয়। আমি ভূলক্রমে বলেছি কয়েকজনকে যে তিনি বলেছেন সুবানাল্লাহ। ওই ভিডিও টা যদি থাকে আমাকে একটু দিয়েন ।

উত্তর

ইমাম সাহেব ভুল করলে পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বলে লোকমা দিবে। সহীহ বুখরী, হাদীস নং ১২০৩, সুনানু নাসায়ী, হাদীস নং১২০৭ । হাদীসটির আরবী পাঠ হলোعن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم قال : التسبيح للرجال والتصفيق للنساء زاد بن المثنى في الصلاة স্যারের কোন ভিডিও এই মূহুর্তে পাচ্ছি না।