আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 524

বিবিধ

প্রকাশকাল: 7 জুলাই 2007

প্রশ্ন

Assalamu Alaikum.. Sir.. Bangladesh e amra kicu engineer biddut ba power sector e kaj kori…. eta emon ekta sector je ekhane 24 hrs manuske biddut ba power supply dite hoy… icca thaka sotteo amader onek somoy namaj kaja hoye jay duty r karone… emonki amra prayoi jumar namaje shorik hote pari na…..obosthata emon je chaileo alada kore juma namaj pora somvob noy… emonki alada kore jamat koreo porte pari na.. ekhetre Islam er dristite amader koroniyo ki?…… 2. amar jodi samortho thake tahole ami ki ei job change korar jonne try korbo?… reality hocce ami Jodi chole jai tahole amar post e notun ekjonke niyog deya hobe ebong takeo namaj sacrifice kore duty korte hobe….. 3… duty r jonne evabe regular namaj sacrifice somporke Islam ki bole?…..আমি স্কুল কলেজ ভার্সিটি লাইফ থেকে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করতাম আর এখন জামাত ত দূরে ঠিক সময় মত নামাজই আদায় করতে পারিনা .সারা দেশে বিদ্দুত কেন্দ্রে অনেক ইঞ্জিনিয়ার চাকরি করে, আমাদের নামাজের বাপারে আপনার পক্ষ থেকে কিছু নসিহত আশা করছি .. Sir.. uttorguli jana khub joruri….

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে যেখানে যে অবস্থায়ই থাকুন না কেন নামায আপনার উপর ফরজ।দেখুন, নামায পড়তে বেশী সময় লাগে না। উক্ত কাজ করার মাঝেও নামায আদায় করা যায়। আপনি যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন সেখানেই নামাযের সময় হলে নামায পড়ে নিবেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে এই চাকরী আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ এমন কাজ করা যাবে না যা আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে। আপনি আগে নিজের চিন্তা করুন, তারপর অন্যের। কোন অজুহাতেই নিয়মিত নামায ছাড়া যাবে না। জুমুআর নামাযের আযান হলে সব কাজ বন্ধ করে দিতে হবে, এটা কুরআনে আল্লাহ তায়ালার নির্দেশ। সর্বশেষ কথা হলো আপনার যদি সুযোগ থাকে তাহলে উক্ত চাকুরী ছেড়ে দেওয়ায় আপনার জন্য কল্যানকর হবে বলে মনে হয়। আমরা দুআ করি আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন।