As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 5207
আল হিদায়া, হুজ্জাতুল-বালিগাতিল্লাহ, ত্বহাবি শরিফ ইত্যাদি বইগুলো কতটুকু নির্ভর যোগ্য জানিয়ে ধন্য করবেন। জাজাকাল্লাহু খয়রান।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5207

প্রশ্ন

আল হিদায়া, হুজ্জাতুল-বালিগাতিল্লাহ, ত্বহাবি শরিফ ইত্যাদি বইগুলো কতটুকু নির্ভর যোগ্য জানিয়ে ধন্য করবেন। জাজাকাল্লাহু খয়রান।

উত্তর

জ্বী, এইগুলো নির্ভরযোগ্য গ্রন্থ। তবে মানুষের লেখা বই শতভাগ বিশুদ্ধ হবে এটা ভাবার কোন কারণ নেই। এগুলোতেও কিছু ভুল আছে, যেমন অন্যান্য গ্রন্থেও থাকে।