As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5203

যিকির দুআ আমল

প্রকাশকাল: 28 এপ্রিল 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, কেউ যদি রাগের মাথায় ভুল বশত নিজেই নিজের বদদোয়া কামনা করে এবং সেটা নিজের করা অনেক ভাল কোন একটি কাজের উছিলায় তাহলে সেটার কাফফারা কিভাবে হবে । কি করলে সেই বদদোয়া নষ্ট হয়ে যাবে?
আশা করি জানাবেন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাফফারা দিতে হবে না।