আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5195

হালাল হারাম

প্রকাশকাল: 20 এপ্রিল 2020

প্রশ্ন

ব্যংকে চাকরি করে এমন আত্মীয়দের থেকে সাহায্য নেয়া যাবে?
আমার মামা ব্যংকে চাকরি করে। সে আমার পড়াশোনার খরচ বহন করবে। অন্যথায় আমার পরিবার আমাকে পড়াশোনা করাইতে পারবে না ভালো জায়গায়।এখন আমার করনীয় কি?

উত্তর

কোন ব্যক্তিরআয়ের অধিকাংশ যদি হারাম হয় তাহলে সেই ব্যক্তির থেকে কোন উপহার গ্রহন বা তার বাড়িতে খাওয়া তথা আর্থিকভাবে কোন উপকৃত হওয়া অধিকাংশ আলেম হারাম বলেছেন, অনেকে মাকরুহ বলেছেন, শায়েখ উসায়মিন ও শায়খ বিন বাজসহ কেউ কেউ জায়েজ বলেছেন। আপনি যে পড়াশোনার কথা বলছেন, সেটা ফরজ বা ওয়াজিব কিছু না। তবে হারাম থেকে বেঁচে থাকা আপনার জন্য ফরজ, আবশ্যক। আমার মনে হয় আপনার সম্পূর্ণ হালল পথের উপর থেকে যতটুকু পড়শোনা সম্ভব ততটুকু করুন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।