আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5190

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 এপ্রিল 2020

প্রশ্ন

মুহতারাম, আমি এবং আমার স্ত্রী সন্তানদের শিক্ষা/পড়াশুনার সময় হলে অথবা অযথা সময় নষ্ট করলে অথবা খেলাধুলায় বেশি সময় ব্যয় করলে অথবা কথা না শুনলে প্রায়ই বলে থাকি এই যে পড়াশুনা করছ না/ অযথা সময় নষ্ট করছ/ বেশি খেলাধুলা করছ/কথা শুনছ না দেখো জীবনে পস্তাতে হবে/জীবনে কিচ্ছু করতে পারবি না/কোন চাকরি পাবি না/তোর জীবন ধ্বংস হয়ে যাবে ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে আমি এবং আমার স্ত্রী সন্তানদের ভালোর জন্য এই যে কথাগুলো জীবনে পস্তাতে হবে/জীবনে কিচ্ছু করতে পারবি না/কোন চাকরি পাবি না/তোর জীবন ধ্বংস হয়ে যাবে ইত্যাদি বলে থাকি ইসলামি জীবনবিধান অনুযায়ী এটা বলা যাবে কিনা?

উত্তর

জ্বী, তাদের সতর্ক করার জন্য এগুলো বলতে সমস্যা নেই। তাদেরকে অভিষাপ দেওয়া যাবে না। আর এটা অভিষাপ নয়।