আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5183

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 এপ্রিল 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব জুমুআ এর খুতবার আলোচনায় বলেছেন, বিবাহের সময় কোনো মেয়ে তার স্বামীর দেনমোহর মাফ করে দিতে পারবে না। কারণ দেনমোহর আল্লাহ দিতে নির্দেশনা দিয়েছেন সেখানে মেয়ে মাফ করবে কেমনে? সাথে বলেছেন, দেনমোহর আদায় না করে বিয়ে করলে তাদের সেই বিয়ে হবে না। যতদিন তারা একসাথে থাকবে যিনা করার গুনা হবে এবং যত সন্তান হবে সব যারজ সন্তান হবে। আমার প্রশ্ন হুজুরের এমন আলোচনা কি কুরআন-সুন্নাহ সম্মত? এ বিষয়ে সঠিক তথ্য জানাবেন প্লিজ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের সমাজে মোহরানার মত এই গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই অবহেলিত। মনে করা হয়, এটা স্ত্রীর কাছে মাফ চাওয়ার জিনিস, মোহর আদায় করার কোন দরকার নেই।এই বিষয়টি অন্ধকার থেকে যেন আলোর মুখ দেখে সেজন্য আলেমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করে থাকেন। অধিক গুরুত্ব দিতে গিয়ে কেউ কেউ একটু বেশী বলে ফেলেন। আপনাদের খতিব সাহেবও একটু বেশি বলে ফেলেছেন। সঠিক কথা হলো, মোহর আদায় করবে, যতটুকু আদায় করতে পারবে ততটুকু মোহর নির্ধারণ করবে, মাফ চাওয়ার নিয়তে মোহর নির্ধারণ করবে না । তবে স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে সে মাফ পাবে। যেমনি ভাবে পৃথিবীর যে কেউ তার পাওনা যদি কাউকে মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যায়।