As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5181

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 6 এপ্রিল 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, কবরে তিন মুষ্টি মাটি ফেলানোর সময় কোন দুআ পড়তে হবে? আমাদের হানাফি মাজহাবে প্রচলিত দুআ টি কি পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে নীচের হাদীসটি লক্ষ করুন: عَنْ أَبِي أُمَامَةَ قَالَ : لَمَّا وُضِعَتْ أُمُّ كُلْثُومٍ ابْنَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ ، وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى ) আবু উমামা বর্ণিত, যখন রাসূলুল্লাহ সা. এর মেয়ে উম্মে কুলসুমকে কবরে রাখা হলো তখন রাসূলুল্লাহ সা. বললেন, مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ ، وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। অর্থাৎ প্রচলিত দুআটি পড়লেন। মুসনাদু আহমাদ, হাদীস নং ২২১৮৭। তবে হাদীসটিকে মুহাদ্দীসগণ দূর্বল বলেছেন। এই হাদীসের ভিত্তিতে বহু ফকীহ বলেন, দাফনের পর কবরের উপর মাটি দেওয়ার সময় কুরআনের এই আয়াতটি পড়া মুস্তাহাব। তবে এই সময় কোন দুআ পড়তে হবে মর্মে নির্ভরযোগ্য কোন হাদীস নেই। আরো বিস্তারিত জানতে https://islamqa.info/ar/answers/219272/%D9%82%D9%88%D9%84-%D9%85%D9%86%D9%87%D8%A7-%D8%AE%D9%84%D9%82%D9%86%D8%A7%D9%83%D9%85-%D9%88%D9%81%D9%8A%D9%87%D8%A7-%D9%86%D8%B9%D9%8A%D8%AF%D9%83%D9%85-%D9%88%D9%85%D9%86%D9%87%D8%A7-%D9%86%D8%AE%D8%B1%D8%AC%D9%83%D9%85-%D8%AA%D8%A7%D8%B1%D8%A9-%D8%A7%D8%AE%D8%B1%D9%89-%D8%B9%D9%86%D8%AF-%D9%88%D8%B6%D8%B9-%D8%A7%D9%84%D9%85%D9%8A%D8%AA-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D9%82%D8%A8%D8%B1