ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার মামারা আত্মসাত করেছে এটা বলা যাবে না। কারণ আপনার নানার বাবা আপনার মামাদেরকে লিখে দিয়েছেন, আপনার মা-খালাদেরকে দেই নি। তবে আপনার মামদের উচিৎ কিছু সম্পদ আপনার মায়েদেরকে দেওয়া। আপনার নানার বাবারো উচিত ছিল আপনার মা-খালাদেরকে কিছু লিখে দেওয়া।