As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5169

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 মার্চ 2020

প্রশ্ন

আমার আব্বু হারাম পথে উপার্জন করে,সাথে ট্রেইলারিও করে। আমি আমার শার্ট প্যান্ট আব্বুর দোকানেই বানাই, এই জামা পরে ইবাদত কবুল হবে? আমি এবার অনার্সে ভর্তি হবো,আব্বুই সব খরচ দিবেন, আমার কি করা উচিত? দাদার কাছে থাকি সেইখানেও আমার এক চাচা জনতা ব্যাংকে চাকরি করা টাকা মাসে মাসে পাঠায় ওই টাকায় দাদার সংসার চালায় সাথে অন্য চাচারাও দেয়। এইক্ষেত্রে কি আমার খাবার ও হারাম? আমি এখন প্রাপ্ত বয়স্ক আমার কি করা উচিত? উত্তর টা জলদি পেলে উপকৃত হবো

উত্তর

এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। শায়খ উসাইমিন রহি. বলেছেন, পিতার অবৈধ সম্পদ সন্তানদের জন্য বৈধ সম্পদ হিসেবে গণ্য হবে। অনেক বলেছেন, সন্তানদের জন্য এই সম্পদ হালাল নয়। শায়খ উসায়মিন রহি. সুদের টাকার ক্ষেত্রে বলেন, أما بالنسبة لأولاده فلا حرج عليهم أن يأكلوا منه في حياة أبيهم ويجيبوا دعوته؛ لأن النبي صلى الله عليه وسلم أجاب دعوة اليهود مع أنهم يأكلون الربا. وأما إذا ورثوه من بعده فهو لهم حلال؛ لأنهم ورثوه بطريقة شرعية، وإن كان هو حراماً عليه، لكن هم كسبوه بطريق شرعي بالإرث، وإن تبرعوا وتصدقوا به عن أبيهم فلعل الله سبحانه وتعالى أن يجعل هذه الصدقة تمحو ما قبلها من السيئات لقاء الباب المفتوح (181/ 19) সন্তানদের কোন দোষ নেই যে, তারা তাদের পিতাজীবিত থাকা অবস্থায় তার এইঅবৈধ সম্পদ থেকে খাবে এবং তার দাওয়াত গ্রহন করবে। কেননা নবী সা. ইহুদীদেরদাওয়াত গ্রহন করেছেন, তারা সুদ খাওয়া সত্বেও। আর যখন তারা তাদের পিতার থেকে এই অবৈধ সম্পদের ওয়ারিশ হবে, তখন তা তাদের জন্য হালাল হবে। কেননা তারা শরয়ীপন্থায় ওয়ারিশ হয়েছে। যদিও সেই সম্পদ তার পিতার জন্য হারাম। কিন্তু সন্তানেরা তা লাভ করেছে শরীয় পন্থায় ওয়রিশ হওয়া মাধ্যমে। যদি সন্তানেরা তাদের পিতার পক্ষ থেকে এই সম্পদ সাদকা করেদেয় তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা এই সাদকা দ্বারা পূর্বের পাপ মুছে দিবেন। লিকউল বাবিল মাফতুহ, ১৯/১৮১। তবে প্রাপ্ত বয়স্ক সন্তানের উচিত নিজে হালাল টাকা উপার্জন করে নিজের খরচ নির্বাহ করা। আরো বিস্তারিত জানতেhttps://islamqa.info/ar/answers/273601/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D8%AE%D8%B0-%D8%A7%D8%AC%D8%B1%D8%A9-%D8%B9%D9%85%D9%84-%D9%85%D8%A8%D8%A7%D8%AD-%D9%85%D9%86-%D8%B4%D8%AE%D8%B5-%D9%85%D8%B1%D8%A7%D8%A8-%D8%A7%D9%88-%D9%8A%D8%B9%D9%85%D9%84-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%A8%D9%86%D9%83-%D8%A7%D9%84%D8%B1%D8%A8%D9%88%D9%8A