As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 515
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ কোন লেখকের বাংলা অনুবাদ করা কুরআন ভাল?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 515

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ কোন লেখকের বাংলা অনুবাদ করা কুরআন ভাল?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই প্রশ্নের উত্তর যখন লিখছি তখন স্যার আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন। তবে স্যার রহ. বলতেন সংক্ষিপ্ত তাফসীরসহ অনুবাদের জন্য ত্বকী উসমানী হাফি. লিখিত তা্ওযিহুল কুরআন আর বিস্তারিত তাফসীরসহ অনুবাদের জন্য ইবনে কাসীর পড়েব।