আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5137

নামায

প্রকাশকাল: 22 ফেব্রু. 2020

প্রশ্ন

মুহতারাম আসসালামু আলাইকুম আমি যদি ফজরের সুন্নত বাসায় পড়ার পর মসজিদে যাই এবং দেখি যে জামাত শুরু হবার আরো যথেষ্ট সময় বাকি আছে।এমতাবস্থায় আমি কি দুখলুল মসজিদের নামাজ পড়তে পারবো নাকি কিছু না পড়েই বসতে পারবো। করনীয় কি হবে জানালে উপকৃত হতাম।

উত্তর

ফজরের সুন্নাত বাসায় পড়লে মসজিদে এসে দুখুলুল মসজিদ পড়ার বিষয়ে সাহাবীদের থেকে দুই ধরণের আমলই আছে। কেউ দুখুলুল মসজিদ পড়তেন, কেউ পড়তেন না। সুতরাং পড়লে কোন সমস্যা নেই।