আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5115

যিকির দুআ আমল

প্রকাশকাল: 31 জানু. 2020

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। হাদীসে রয়েছে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন সিজদার বেশি বেশি দোয়া করতে, আমার প্রশ্ন হল এটা কি নামাযের সিজদা? ইমামের পিছনে সালাত আদায়ের ক্ষেত্রেও কি দোয়া করতে পারব?এবং দয়া করে জানাবেন সেজদায় কি কোরানুল কারিম থেকে দোয়া করা যাবে? যাযাকাল্লহু খায়রন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেবের পিছনে দুআ করার সময় আপনি পাবেন না, তাই ইমাম সাহেবের পিছনে তাসবীহ পাঠ করবেন, নিজে যখন নামায পড়বেন তখন সাজদাতে দুআ করবেন। কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ পাঠ করতে পারবেন।