আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5107

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 জানু. 2020

প্রশ্ন

স্ত্রী তার বাপের বাড়ি যাবার পর আর শশুর বাড়ি আসেনা। এমন কি স্বামী বাড়িতে থাকেন তাও আসেনা। বার বার ফোন দিলেও আসতে চায় না। তার কথা হলো আগে সে নিজে চাকুরি করবে,নিজের পায়ে দাড়াবে এরপর সে শশুর বাড়ি আসার কথা ভেবে দেখতে পারে। উল্লেখ্য শশুর, শাশুড়ি বৃদ্ধ,আর একজন ননদ আছে শশুর বাড়িতে। স্ত্রীর কথা হলো তার সাথে দেখা স্বাক্ষাত করতে হলে তার বাপের বাড়ি যেতে হবে। এমন কি শারীরিক সম্পর্কের প্রয়োজন যদি স্বামী মনে করে তাহলে স্ত্রীর বাপের বাড়ি যেতে বলেছে। মূল কথা সে স্বামীর বাড়ি আসতে চায়। এভাবে কি স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে? ইসলাম এ এর সমাধান কি?

উত্তর

স্বামী যদি স্ত্রীর সকল চাহিদা পূরণ করে ঐ বাড়িতেই থাকতে বলে তাহলে সেখানে স্ত্রীর থাকা বাধ্যতামূলক। তবে স্বামীর পিতা-মাতার সাথে স্ত্রী যদি থাকতে না চাই তাহলে ঐ বাড়িতে আলাদা স্থানে স্ত্রীকে থাকতে দিতে হবে, এটা আইন। মানবিক দিক হলো বৃদ্ধ শশুর, শাশুড়ির সাথে থাকা। কিন্তু বয়স্ক ননদ থাকার কারণে অনেক মহিলায় বিভিন্ন ঝামেলা, ঝগড়া, অশান্তির কারণে শশুর বাড়িতে থাকতে চাই না। আর স্বামী যদি কোন পেশায় যুক্ত না থাকে তাহলে অধিাকাংশ শশুর বাড়িতে মহিলাদের উপর বিভিন্ন জুলুম-অত্যাচার করা হয়। এই অবস্থায় স্বামীরও উচিত একটু ছাড় দেয়া, স্ত্রী যাতে নিরাপদ স্থানে থাকতে পারে। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর