As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 510

যিকির দুআ আমল

প্রকাশকাল: 23 জুন 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, স্মৃতিশক্তি বৃদ্ধি করা ও স্পষ্টভাবে কথাবলা বা না তুতলিয়ে কথা বলার জন্য কোন সুন্নাতি দুআ আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি পড়তে পারেন, কোরআনে বর্ণিত নিম্নের দোয়াটি- رَّبِّ زِدْنِي عِلْماً رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي বিশেষ করে ফরজ নামাযের পর,নামাযের সিজদায়, আরো যে সব সময় দোয়া কবুল হয় বলে হাদিস বর্ণিত হয়েছে সে সব সময় বেশী বেশী করে দোয়াটি পড়তে পারেন। ইনশা আল্লাহ উপকার হবে।