আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5090

হালাল হারাম

প্রকাশকাল: 6 জানু. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম।প্লিজ,আমার উত্তারটা দিয়েন।11classএ পড়ি, আমি আগে অনেক কিছুই না বুঝে বার বার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়তাম, ।কিন্তু যখন বয়স বেড়েছে ধিরে ধিরে বুঝতে পারছি যে ওই কাজটা আমার করতে হবে। তারপর আমি আরও কিছুদিন পর, যখন ওই কাজটা করি তখনও না বুঝেই আমি আল্লাহর কাছে ওয়াদা ভাঙার জন্য ক্ষমা চাই এবং বলি আল্লাহ আমি আবার একই কাজ করলে আমার এ বিষয়ে ক্ষতি দিও।কিন্তু এখন বুঝতে পারছি।এখন আমি কি করব? যদি আবারো কাজটা করি তাহলে। আল্লহ কি ক্ষতি দিবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আগে বুঝতেন না, এখন তো বুঝা শিখেছেন। তাই এখন থেকে কোন পাপের কাজে জড়াবেন না। পূর্বের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিবেন। অনিচ্ছায় কোন পাপ হয়ে গেলে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন।