আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5088

বিবিধ

প্রকাশকাল: 4 জানু. 2020

প্রশ্ন

রক্ত দান করার পর রোগীর পরিবারের লোকজন যদি কোন বকশিশ দেয়, সেটি নেয়া জায়েজ হবে কি?

উত্তর

রক্ত বিক্রি করা যাবে না, দান করা যাবে। সুতরাং রক্ত কেউ বিক্রি করবে না। তবে রক্ত দান করার পর রোগীর আত্মীয়স্বজন যদি কিছু ফলমূল বা খাদ্য-সামগ্রী দেয় তাহলে সেটা নিতে কোন সমস্যা নেই। ক্ষেত্র বিশেষে দেওয়াটাই অনেক সময় উত্তম হতে পারে।