ওয়া আলাইকুমুস সালাম। স্বপ্নদোষ হলে গোসল না করেও সাহরী খাওয়া জায়েজ আছে। তবে নামাযের পূর্বে অবশ্যই গোসলা করতে হবে। তখন আর গোসল করা সম্ভব হয় না এই বক্তব্য গ্রহনযোগ্য নয়, অবশ্যই গোসল করে নামায পড়তে হবে। এই অবস্থায় গোসল ছাড়া নামায আদায় করার কোন সুযোগ নেই।