আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5063

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 ডিসে. 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম
সরকার করোনায় হ্মতিগ্রস্ত খামারিদের প্রনোদনা দিয়েছে। য়ার শর্ত খামারের বয়স ২ বছর হতে হবে। কিন্তু আমার খামারের বয়স ১/১.৫ বছর হয়েছে। এবং যখন আমার নাম তালিকা করতে আসে তখন আমার খামারে মুরগিও ছিলো না। আবার আমি শুধু একবারই মুরগি খামারে উঠাইছি। আবার আমি হ্মতিগ্রস্ত ও হইনাই। কিন্তু আমার নাম তালিকা করে নিয়ে গেছে এবং আমি টাকাও পেয়েছি। এখন আমার প্রশ্ন হলো এই টাকা কি আমার জন্য খাওয়া হালাল হবে?। আমি ভাবছিলাম টাকাটা যখন খামারের জন্য দিয়েছে তো আমি এই টাকাটা খামারের কাজেই লাগাই। শায়খ তাহলে কিঠিক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তো ঐ টাকার হকদার নন। তাহলে ঐ টাকা আপনার জন্য হালাল হবে কীভাবে? সুতরাং ঐ টাকা আপনি ফেরৎ দিবেন, খামারের কাজে লাগানো জায়েজ হবে না।