আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5055

নামায

প্রকাশকাল: 2 ডিসে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম।ফজরের নামাজ পড়া অবস্থায় যদি সূর্য উঠে যায় তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে? পরে নতুন করে পড়তে হবে? অথবা আসরের সময় কোনো কারণ এ যদি নামাজ পড়াকালীন সুর্যাস্ত যায় তখন কি নামাজ ছেড়ে পরে পড়া উত্তম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিচের হাদীসটি লক্ষ্য করুন: مَنْ أَدْرَكَ مِنْ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফজরের এক রাকআত আদায় করতে পারলো সে ফজরের নামায পেল এবং যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের এক রাকআত পেল সে আসরের নামায পেল। সহীহ বুখারী, হাদীস নং ৫৫৪। সুতরাং এ অবস্থায় নামায ছেড়ে দিয়ে নতুন করে আদায় করার দরকার নেই।