আল্লাহ আপনার বাবাকে সুস্থ করে দিন। তিনি যদি ইশারায় নামায আদায় করতে পারেন তাহলে শুয়ে শুয়ে (কিবলার দিকে পা দিয়ে শুয়ে) ইশরায় নামায আদায় করবেন। যদি এটাও তার পক্ষে করা সম্ভব না হয়, তাহলে তার নামায মাফ, তাকে নামায পড়তে হবে না। তার নামাযের জন্য আপনাদের কোন করণীয় নেই।