আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5049

সুন্নাত

প্রকাশকাল: 26 নভে. 2019

প্রশ্ন

আমি নতুন ফ্রিল্যান্সিং শিখছি আলহামদুলিল্লাহ। আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ শিখছি। এখন আমরা যারা অনলাইনে কাজ করি তাদের অুনেক সময় বিভিন্ন ভেক্টর যেমন কঙ্কালের মাথা, মাছ, গাছ, বিভিন্ন প্রাণির ছবি ব্যবহার করতে হয়। এখন এইগুলা ব্যবহার করলে কি ইনকাম হারাম হয়ে যাবে? কারণ আমরা তো আর এইগুলা নিজে থেকে করছি না। জাস্ট গুগুল থেকে নিয়ে কপি করে ব্যবহার করছি। এখন ইনকাম টা কি হারাম হবে কি না বিষয় বললে খুশি হতাম। ধন্যবাদ।

উত্তর

আপনাকে কঙ্কালের মাথা, প্রাণির ছবি ব্যবহার অবশ্যই বাদ দিতে হবে। এগুলো করে উপার্জিত অর্থ হালাল হবে না। যদি প্রাণির ছবি ব্যবহার ছাড়া এই কাজ করা সম্ভব হয় তাহলে করবেন। নয়তো স্বচ্ছ, সুন্দর, হালাল অন্য কোন পেশা বেঁছে নিবেন।