আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5036

হালাল হারাম

প্রকাশকাল: 13 নভে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, ওকালতি, বিচারক, বিভিন্ন ব্যাংক এর আইন উপদেস্টা, ইসলামি ব্যাংক এর আইন উপদেসটা এর চাকরি কি জায়েয?
জাযাকাল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।সরাসরি হারাম কাজ করতে হয়, এমন চাকুরী জায়েজ নেই। যেমন সুদ ভিত্তিক ব্যাংক, বীমাতে চাকুরী করা জায়েজ হবে না, সরাসরি সুদের কাজ হওয়ার কারণে। মানুষের তৈরী করা আইন দ্বারা বিচার করতে হয় এমন আদালতে বিচারক হওয়া যাবে না, সরাসরি আল্লাহর আইনের বাইরে বিচার করতে হবে, এই কারণে। অন্যান্য বিভাগ, যেখানে হারাম কাজ করতে হয় না, সেখানে চাকুরী জায়েজ। ওকালতি করা জায়েজ, ইসলামী ব্যাংকের আইন উপদেষ্টা হওয়া জায়েজ। তবে সুদ ভিত্তিক কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের আইন উপদেষ্ঠা হওয়া যাবে না, সুদ অবৈধ হওয়ার কারণে এবং গুনাহের কাজে সহযোগিতা হবে সেই কারণে। আল্লাহ তায়ালা বলেছেন, ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।