আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 503

বিবিধ

প্রকাশকাল: 16 জুন 2007

প্রশ্ন

হুজুর শব্দের অর্থ কি? হুজুর শব্দটি কোথা থেকে এসেছে? কাউকে হুজুর বলা যাবে কি?

উত্তর

আরবীতে হাদের শব্দের বহুবচন হুদুর বা হুদ্দার। যার অর্থ উপস্থিত। কিন্তু শব্দটি ফার্সী, উর্দূ ও বাংলা ভাষায় সম্মানসূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এ হিসেবে কাউকে হুজুর বলার অর্থ হল, জনাব বা সাহেব। উপমহাদেশে যারা কাউকে হুজুর বলেন তারা মূলতঃ ফার্সী, উর্দূ ও বাংলা ভাষায় ব্যবহৃত অর্থে বলেন, আরবী উপস্থিত অর্থে ব্যবহার করেন না। সুতারাং কাউকে হুজুর বলা জায়েয। রাসুল সা. এর শানে এই শব্দ ব্যবহার খেলাফে সুন্নাত এটা না বলাই ভাল। তবে রাসুল সা.এর ক্ষেত্রে রাসুলুল্লাহ, নবীউল্লাহ,হাবিবুল্লাহসহ আরো সে সব নাম যা হাদীসে বর্নিত হয়েছে সেগুলো ব্যবহার করা উচিত ।