আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5028

নফল নামায

প্রকাশকাল: 5 নভে. 2019

প্রশ্ন

আসসালমুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ ! আমার একটি প্রশ্ন আছে, যোহরের নামাজের আগে কোনো নামাজ আছে কি? বলতে চাচ্ছি, দুপুর ১২টার পর এবং জোহরের আযান এর আগে। যদি কোন নামাজ থাকে, কি ভাবে আদায় করা যায়, বুঝিয়ে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুপুরে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার সাথে সাথে জোহরের আযানের সময় হয়ে যায়। এই সময় নতুন করে অন্য কোন নামায নেই। তবে সুন্নাত বা নফল নামায পড়তে কোন সমস্যা নেই।