আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5016

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 24 অক্টো. 2019

প্রশ্ন

আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন – আমরা দুইজন ফরয গোসল করছিলাম গোসলখানায়। বালতিতে পানি ছিলো। দুইজনেই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তাড়াহুড়ো করছিলাম। আমি বলছিলাম ঃ আপনি ছাড়েন, আমি নিই। তিনি বলছিলেন ঃ আপনি ছাড়েন। আমি নিই। এ বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কপড় ছিলো না। এই হাদীসটির শেষের লাইনটুকু সম্পর্কে জানতে চাচ্ছি। এই কথাটি কি সহীহ হাদিস দ্বারা প্রমানিত যে রাসূল(সঃ) ও আয়িশা ( রাযিয়াল্লাহু আনহা) গোসলখানায় বিবস্ত্র ছিলেন?

উত্তর

রাসূল(সঃ) ও আয়িশা ( রাযিয়াল্লাহু আনহা) গোসলখানায় বিবস্ত্র ছিলেন এটা হাদীসে স্পষ্ট নেই। তবে হাদীস থেকে এটা বুঝা যায় যে, তারা সে সময় বিবস্ত্র ছিলেন। নীচের হাদীসটি লক্ষ করুন أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنِي عُتْبَةُ بْنُ أَبِي حَكِيمٍ أَنَّهُ سَأَلَ سُلَيْمَانَ بْنَ مُوسَى عَنِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى فَرْجِ امْرَأَتِهِ، فَقَالَ: سَأَلْتُ عَنْهَا عَطَاءً، فَقَالَ: سَأَلْتُ عَنْهَا عَائِشَةَ، فَقَالَتْ: كُنْتُ اغْتَسِلُ أَنَا وَحِبِّي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ، تَخْتَلِفُ فِيهِ أَكُفُّنَا وَأَشَارَتْ إِلَى إِنَاءٍ فِي الْبَيْتِ قَدْرَ سِتَّةِ أَقْسَاطٍ ه উতবাহ ইবনে হাকীম সুলাইমান ইবনে মুসাকে ঐ ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলেন যে তার স্ত্রীর লজ্জা স্থানের দিকে লক্ষ্য করে (অর্থাৎ তার এই কাজ জায়েজ কিনা সে সম্পের্কে প্রশ্ন করলেন), সুলাইমান ইবনে মুসা বলেন, আমি এ সম্পর্কে আতাকে প্রশ্ন করেছিলাম, আতা বলেন, আমি এ সম্পর্কে আয়েশা কে প্রশ্ন করেছিলাম, তখন আয়েশা রা. বললেন, আমি এবং নবী সা. এক পাত্রে গোসল করতাম, আমাদের হাত সেই পাত্রে পর্যায়ক্রমে প্রবেশ করতো। সে সময় তিনি তাঁর বাড়িতে থাকা একটি পাত্রের দিকে ইশারা করলেন। সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৫৫৭৭। শায়েখ শুয়াইব আরনাউত এবং শায়েখ আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। এই হাদীসে থেকে আয়েশা রা.কে প্রশ্ন করা হলো, স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে কি না, তিনি মূলত এই বিষয়টিকে জায়েজ স্বীকৃতি দিয়েছেন তাঁর ও রাসূলুল্লাহ সা. এর মধ্যে ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে। স্পষ্ট করে না বললেও প্রশ্ন ও উত্তরের ধরণ দেখে এটা বুঝা যাচ্ছে যে, সে সময় তার বিবস্ত্র ছিলেন। এই জন্যই আপনি যে হাদীসটি উল্লেখ করেছেন, সেই হাদীসের ক্ষেত্রে মুহাদ্দিসগণ বলেছেন, গোসলের সময় তারা বিবস্ত্র ছিলেন। আপনার উল্লেখিত হাদীসটি বুখারী ও মুসলিমে আছে। মূল আরবী হলো عن عائشةَ رضي الله عنها أنَّها قالت : كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ الله صلى الله عليه وسلم منْ إِنَاءٍ بَيْني وَبَيْنَهُ وَاحِدٍ، فَيُبَادِرَني حَتَّى أَقُولَ : دَعْ لي ، دَعْ لي رواه البخاري ( 258 ) ومسلم ( 321 ) – واللفظ له – .