আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5014

সফর

প্রকাশকাল: 22 অক্টো. 2019

প্রশ্ন

আমি সাকাল বেলা ঢাকার উদ্দেশ্যে রউনা দিলে, বাসে থেকেই যোহর আজান হয়। তবে আমি কি ঢাকায় এসে একা একা আসরের আজানের আগে যোহরের নামাজটা পড়ে নিলে কি আদায় হবে?

উত্তর

জ্বী, আদায় হবে।যোহরের সময়ের ভিতরে আদায় করলে পুরো ৪ রাকআত পড়বেন, যোহরের সময় শেষ হয়ে যাওয়ার পর এলকায় পৌছালে ২ রাকআত পড়বেন, অর্থাৎ কসর হিসেবে ২ রাকআত কাযা আদায় করবেন।