As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5003

ঈমান

প্রকাশকাল: 11 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামুলাইকুম। প্রশ্ন:আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তিকে বলতে দেখলাম মহান আল্লাহর মানুষের মত ঘুম,তন্দ্রা,আহার ও হাঁটার প্রয়োজন হয়না। তাই হাঁটার বিষয়টা নিয়ে মনে প্রশ্ন আসলো। যদিও আমরা জানি আল্লাহর কোনো কিছু প্রয়োজন হয় না। কিন্ত আমরা কি বলতে পারবো উনি হাঁটেন কি হাঁটেন না?এ ব্যাপারে আমাদের ধারনা কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালার হাঁটার বিষয়টি কুরআন-হাদীসে নেই। সুতরাং এই বিষয়ে চুপ থাকতে হব।তবে আল্লাহ তায়াল যাওয়া আসা করেন বলে বিশ্বস করতে হবে। এটা কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।যেমন, তিনি রাতের এক তৃতীয়াংশ পার হওয়ার পর প্রথম আসমানে আসেন। তবে আল্লাহ তায়ালার যাওয়া-আসার প্রকৃত রূপ আমাদের জানা নেই। কিছুতেই মানুষের বা অন্য কোন প্রাণীর যাওয়া-আসার মত কল্পনা করা যাবে না। বিস্তারিত জানতে https://islamqa.info/ar/answers/291060/%D9%86%D8%B3%D8%A8%D8%A9-%D8%A7%D9%84%D9%87%D8%B1%D9%88%D9%84%D8%A9-%D9%88%D8%A7%D9%84%D8%B8%D9%84-%D9%84%D9%84%D9%87-%D8%AA%D8%B9%D8%A7%D9%84%D9%89