আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4989

আকীকা

প্রকাশকাল: 27 সেপ্টে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, হুজুর আমার নাম নাজমুল শাকিল, আমি ঢাকায় পান্থপথে থাকি, আমাদের ভবন ১৫ তলা এবং ৯০ টি ফ্লাট, মোট ৪৫০ জন লোকের বসবাস। ভবনের ছাদে ১ টি মসজিদ আছে যাতে ৫ ওয়াক্ত জামাতে নামাজ হয়, ইদানিং করোনার জন্য জুমার নামাজ হয়, ওয়াক্তের নামাজে ১/২ কাতারে ১২ জন মুসাল্লি হয়, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলেন একে মসজিদ বলা যাবেনা, জামায়াত খানা বলতে হবে, আমার মতে জামাত খানা শিয়া আকিদার সাথে সম্পর্ক যুক্ত। আমাদের মসজিদকে কি মসজিদ নামকরণ করা যাবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদ বলতে কোন সমস্যা নেই। মসজিদই বলতে হবে। জামাত খানা নামে মসজিদকে ডাকবেন না।