As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4983

রোজা

প্রকাশকাল: 21 Sep 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, বিয়ের সময় ছেলে এবং মেয়েকে যদি মাহরাম, নন-মাহরাম মেইনটেইন করে গায়ে হলুদেন আয়োজন করা হয়, তহলে সেটা সুুুুুন্নাহ সম্মত বা যায়েজ হবে কি?

উত্তর

গায়ে কাঁচা হলুদ লাগানো স্বাস্থের জন্য উপকারী। কিন্তু বিয়েতে গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান করা সাহাবী-তাবেয়ীদের থেকে পাওয়া যায় না, বরং এটা বিধর্মীদের কালচার। সুতরাং গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিরত থাকা আবশ্যক। তবে ত্বক ও শরীরের উপকারের জন্য গায়ে যে কোন সময় কাঁচা হলুদ লাগাতে কোন সমস্যা নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।