আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4898

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 28 জুন 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। কারো স্বামী মরা গেলে গর্ভবতী না হলে ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে। কোন সাজ-সজ্জা করতে পারবে না। এটা মোটামুটি বোঝলাম। এখন আমার প্রশ্নটা হলো সে কি আত্নীয় বাড়ি অথবা বাবার বাড়ি বেড়াতে যাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে? কুরআন হাদীছের আলোকে আমাকে কি বলেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইদ্দতের পালন অর্থ হলো স্বামীর বাড়িতে অবস্থান করবেন, সাজ-সজ্জা করবে না, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, আত্নীয় বা বাবার বাড়িও জরুরী প্রয়োজন ছাড়া যেতে পারবে না। স্বামীর বাড়িতে ইদ্দত পালন সম্ভব না হলে, যেখানে সম্ভব হয় সেখানে ইদ্দত পালন করবে। জরুরী প্রয়োজন ছাড়া কোথাও যেতে পারবে না। জরুরী প্রয়োজন যেমন, খাবার নিয়ে আসা। যখন খাবার নিয়ে আসার অন্য কোন ব্যবস্থা না থাকে।