As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4849

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 10 মে 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার কাপড়ে পেশাবের সামান্য ছিটা লাগার পর শুকিয়ে যায় । তারপর আমি পুরো কাপড়টা একবার ধুলে কি সেটা পাক হবে? কেউ বলে তিনবার ধুতে হবে যদিও একবারে পরিষ্কার হয়, কেউ বলে সাত বার । কতবার নির্দিষ্ট করে কতবার ধুতে হবে এ ব্যাপারে কি কোনো হাদীস আছে? জাযাকাল্লাহু খাইরন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একবার ধোয়ার পর যদি নিশ্চিত হওয়া যায় যে, কাপড়ে নাপাকী নেই তাহলে একবার ধুলেও হবে। তবে তিন বার ধোয়া ভালো এই জন্য যে, কোন সন্দেহ যেন না থাকে। আর যদি ৩ বার ধোয়ার পরও সন্দেহ থাকে তাহলে সন্দেহ দূর না হওয়া পর্যন্ত বারবার ধৌত করতে হবে। عن أسماء قالت جاءت امرأة النبي صلى الله عليه و سلم فقالت أرأيت إحدانا تحيض في الثوب كيف تصنع ؟ قال ( تحته ثم تقرصه بالماء وتنضحه وتصلي فيه ) হযরত আসমা রা. থেকে বর্ণিত হাদীসে হায়িযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন, পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সলাত আদায় করবে। সহীহ বুখারীو হাদীস নং ২২৫।