আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4796

ফারায়েজ

প্রকাশকাল: 18 মার্চ 2019

প্রশ্ন

কোন মুসলিম ব্যক্তির স্ত্রী, ১ কন্যা, ১ ছোট সহোদর ভাই, ৪ সহোদর বোন এবং ১ মৃত ছোট সহোদর ভাইয়ের স্ত্রী-সন্তান রহিয়াছে। এই অবস্থায় যদি উক্ত ব্যক্তি মরা যায় তবে ইসলামী ফারায়েজ বা বাংলাদেশের বিদ্যমান আইন মোতাবেক তাহার পরিত্যক্ত সম্পত্তিতে মৃত ছোট সহোদর ভাইয়ের স্ত্রী-সন্তানরা কি কোন অংশ পাইবে? যদি কোন অংশ না পায় তবে উক্ত ব্যক্তি জীবিত অবস্থায় তাহার অসহায় ভাতিজা-ভাতিজির জন্য কি করিতে পারে?

উত্তর

মৃত ছোট সহোদর ভাইয়ের স্ত্রী-সন্তানরা মিরাছ হিসেসে কিছু পাবে না। মৃত ব্যক্তি মৃত্যুর আগে তাদের জন্য অসিয়ত করে যাবে যে, আমার সম্পদ থেকে এতটুকু অংশ আমার মারা যাওয়ার পর আমার মৃত ভাইয়ের স্ত্রী-সন্তানরা পাবে। অসিয়ত পরিমাণ সম্পদ তাদের দেয়া বাধ্যতামূলক।