আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4785

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 7 মার্চ 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম, শায়েখ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দয়া করে যদি নিচের প্রশ্নগুলোর উওর দিতেন তাহলে উপকৃত হতাম। ১. বাচ্চা শিশু যদি কোলের উপর প্রশাব করে সেক্ষেত্রে ক) গোসল করা ফরয কিনা, খ) কিংবা কাপড় পরিবর্তন করলেই হবে কিনা, গ) কিংবা শুধু কাপড়ের যে অংশে প্রশাব লেগেছে সেই অংশ ধৌত করলেই হবে কিনা? ঘ) অযু করা থাকলে অযুর কি হবে? ঙ) খ, গ ও ঘ যদি হয়ে থাকে তাহলে বাচ্চার কত বছর বয়স পর্যন্ত তা প্রযোজ্য? ২. তাবিজ করা কিংবা কালো জাদু শিরক্ তা আমরা সকলেই জানি। কিন্ত যাকে তাবিজের মাধ্যমে কালো জাদু করা হয়েছে তার ভালোর জন্য যদি তাবিজটা বা কালে জাদু নষ্ট করা হয় এবং এই নষ্টের উদ্দেশ্য যাকে তাবিজ বা কালো জাদু করা হয়েছে তাকে কোন পানি পড়া খাওয়ানে হয় তাহলে তা শিরক্ হবে কিনা? কালো জাদু নষ্টের জন্য যদি যাকে করা হয়েছে তাকে আবার তাবিজ পড়ানো হলে শিরক্ হবে, সঠিক কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাচ্চা কোলে পেশার করলে কাপড় শরীরের যে অংশে পেশার লাগবে সেইটুকু ধুয়ে ফেলাই যথেষ্ট। অযু- গোসল কিছু করা লাগবে না। বাচ্চা ও বড়দের পেশাবের বিধান িএকই । ২। জাদু নষ্টের জন্য সুন্নাহসম্মত ঝাঁড়ফুক করবেন। নতুন করে কোন তাবিজ দিবেন না। রাহে বেলায়াত গ্রন্থে জাদু নষ্টের সুন্নাহ ও জায়েজ ঝাঁড়ফুক নিয়ে বিস্তারিত আলোচনা আছে। প্রয়োজনে সেখান থেকে সহায়তা নিতে পারেন।