As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4734

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 Jan 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি আমার পারিবারিক প্রশ্ন করতে চাই,
আমি জানি যে, আমরা পুরুষরা ঈমানের সাথে আখিরাতে গেলে জান্নাত পাবে,
আর জান্নাতে গেলে আমরা পুরুষেরা হুর পাবে 70 জন । একজন নারী যদি ঈমানের সাথে আখিরাতে যায় তাহলে ঐ নারীও জান্নাত পাবে। প্রশ্ন 1- ঐ নারী কি এমন কিছু পাবে? একজন পুরুষ যেমন হুর পাবে?
প্রশ্ন 2- আমি যদি জান্নাতি হই এবং আমার স্ত্রীও যদি জান্নাতি হয় তাহলে আমরা কী জান্নাতে একসাথে থাকতে পারবো / এক হতে পারবো?
আমাকে প্রশ্ন করতে দেওয়ার জন্য যাযাকাল্লাহ খাইরান
উত্তর পাওয়ার আশায় রইলাম সাথে দলিল

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জান্নাতে প্রতিটি মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তার হৃদয় ও চোখের প্রশান্তির জন্য প্রয়োজনীয় সব কিছু পাবে। পুরুষ যেমন তার জন্য উপযোগী সঙ্গী পাবে, মহিলারাও তাদের উপযোগী সঙ্গী পাবে। স্বামী-স্ত্রী জান্নাতী হলে একসাথে থাকার ব্যবস্থা অবশ্যই থাকবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।