As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4682

লেনদেন

প্রকাশকাল: 24 নভে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক পরিচিত ভাই আমাকে একটা চাকরি দেয়ার কথা বলেছে,আমি তাকে বলি ঘুষ দিয়ে চাকরি করব না,সে বলে আমি তোমাকে ঘুষ দেয়ার কথা বলি নি আমার যা খরচ হবে ২০-৩০ টাকা এটা দিতে বলছি। এখন প্রশ্ন হল এই টাকা দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ হবে। বি দ্র: আমার সেই চাকরি টা করার মত একাডেমিক যোগ্যতা আছে। উত্তর দিলে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি কী প্রশ্ন করলেন? ২০-৩০ টাকা কি ঘুষ? ঘুষ তো ২০-৩০ লাখ। আপনার জন্য কেউ কাজ করলে আপনার কাজের বাবদ তার খরচ হওয়া ২০-৩০ টাকাকে আপনি কেন ঘুষ মনে করছেন তা বোধগম্য নয়।