As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 468

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 মে 2007

প্রশ্ন

(1) মহিলাদের কি নাখ ফোরানো ফরজ? নাখ না ফোরালে কি গুন্নাহ হবে। (2) আখিকা দেয়ার পদ্ধতি কি? গরু দিয়ে কি আখিকা দেয়া যাবে? কুরবানির সাথে কি আখিকা দেয়ব যাবে?

উত্তর

নাক ফোড়ানো ফরজ ওয়াজিব সুন্নত নফল কিছুই না। বরং কোন কোন ফকীহ নাজায়েজ বলেছেন। এখনো সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অনেক দেশের মেয়েরা নাক ফোড়ায় না।তবে অধিকাংশ আলেমের নিকট নাক ফোড়ালে গুনাহ হবে না। জায়েজ আছে। আরো জানতে পড়ন আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত পোশাক পরিচ্ছেদ ও দেহ সজ্জা বইটি। শিশু জন্মের ৭ম দিনে ছোট পশু অর্থাৎ ছাগল, ভেড়া কিংবা দুম্বা আল্লাহর নামে জবাই করতে হবে। ছেলে শিশুর ক্ষেত্রে ২টি পশু আর মেয়ে শিশুর ক্ষেত্রে ১টি পশু জবাই করতে হবে। তবে ছেলের ক্ষেত্রেও একটি দেয়া যায়। হাদীসে একটির কথাও উল্লেখ আছে। গরু দিয়ে আকীকার কথা স্পষ্ট হাদীসে নেই। সুতরাং আমাদের উচিৎ সুন্নাহ অনুসারে ছোট পশু দিয়ে আকীকা দেয়া। তবে অনেক আলেম বলেছেন গরু দিয়ে আকীকাও জায়েজ আছে।কুরবানী একটি আনন্দ আর শিুশু জন্ম আরেকটি আনন্দ। সুতরাং দুটি আনন্দকে এক করে ফেলা উচিৎ নয়। তবে জায়েজ আছে বলে অনেক আলেম বলেছেন।