As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4674

শিরক-বিদআত

প্রকাশকাল: 16 Nov 2018

প্রশ্ন

কোনো ব্যক্তির কাছে যেকোন কিছু চাওয়াই কি শির্ক? নাকি এমন কিছু আছে কি যা কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে?

উত্তর

না, কারো থেকে কিছু চাইলেই সেট শিরক নয়। সাধারণভাবে বলা যায়, যে জিনিস মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় সেগুলো মানুষের কাছে চাওয়া শিরক। যেমন, কারো কাছে জান্নাত চাওয়া, সন্তান চাওয়া, শক্তিশালী করে দিতে চাওয়া। আবার যেগুলো মানুষ দিতে পারে সেগুলোও মানুষের অনুপস্থিতিতে চাওয়া, এই বিশ্বাসে যে, সে দূরে থেকেও আপনার কথা শুনতে পাচ্ছে এগুলো শিরক। যেমন, আপনি পুকুরে পড়ে গিয়েছেন তখন আপনি কোন মানুষের কথা স্মরণ করে বললেন, হে অমুক! আমাকে পানি থেকে উদ্ধার করো, এটা শিরক। তবে উপস্থিত কোন মানুষকে আপনি উদ্ধার করতে বললে সেটা শিরক নয়।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।