As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4664

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Nov 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমার নাম রাহুল সেখ বয়স 30 আমি ভারত থেকে প্রশ্ন করছি, আমার নামের ইসলামিক অর্থ কি?এই নামের মধ্যে কোনো শিরক বা কুফরী অর্থ আছে কি? সামাজিক ভাবে নাম টা কি পরিবর্তন করবো?যেহেতু ইসলামে নাম খুব গুরুতবপূর্ণ বিষয় যেমন কিয়ামতের দিন আল্লাহ নাম ও বাবার নাম ধরে ডাকবে,

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রুহুল শব্দের বিকৃত রূপ রাহুল। এতে কোন শিরক ও কুফর নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।