As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 466

নামায

প্রকাশকাল: 10 May 2007

প্রশ্ন

নামাজের কাতার থেকে শিশু-কিশোরদের সরিয়ে দেয়া কতটুকু সঠিক? হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি ওজু ভেঙে যায়?

উত্তর

শিশু-কিশোররা নামাযে কোন অসুবিধার সৃষ্টি না করলে তাদেরকে কাতার থেকে বের করে দেয়া ঠিক নয়। তবে তারা নামাযের পিছনের কাতারে দাঁড়াবে বলে হাদীসে উল্লেখ আছে। হাঁটুর উপর কাপড় তুললে ওযু ভঙ্গ হবে না, কিন্তু গুনাহ হবে। কারণ হাঁটুর উপরিভাগ সতরের অন্তভূক্ত।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।