As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4643

সালাত

প্রকাশকাল: 16 Oct 2018

প্রশ্ন

আস্সালামুআলাইকুম, পায়ে এবং কোমরে দীর্ঘদিন অসুস্থতার কারণে সিজদাহ দিতে অক্ষম কিন্তু দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম এবং রুকু করতে ও সক্ষম …..সেক্ষেত্রে সম্পূর্ণ সালাত কি দাঁড়িয়ে ই আদায় করতে হবে? নাকি দাঁড়িয়ে কিরাত পড়বে এবং রুকু করবে আর সিজদাহ করার সময় কোনো কিছু যেমন : চেয়ার বা টুল বা মোড়াতে বসে ইশারায় সিজদাহ করবে? সহীহ হাদিস এর নিয়ম জানতে চাচ্ছি ধ্যনবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়িয়ে কিরাত পড়বে এবং রুকু করবে আর সিজদাহ করার সময় কোনো কিছু যেমন : চেয়ার বা টুল বা মোড়াতে বসে ইশারায় সিজদাহ করবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।