ওয়া আলাইকুমুস সালাম। নোংরা কথা, ইঙ্গিত, স্পর্শ ইত্যাদির শিকার হলে সেক্ষেত্রে ইসলামিক আইনে নির্ধারিত কোন শাস্তি নেই, বিচারক উপযুক্ত যে কোন শাস্তি দিতে পারেন। জেল, বেত্রাঘাত ইত্যাদি। উক্ত নারীর সতর্কতায় ত্রুটি থাকলেও পুরুষের জন্য একই শাস্তির বিধান। কোন নারীর পর্দায় ত্রুটি থাকলে তকে নোংরা কথা বলা, ইঙ্গিত, স্পর্শ করার কোন সুযোগ নেই।