আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4628

বিচার আচার

প্রকাশকাল: 1 অক্টো. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একজন নারী সবরকমের সতর্কতা নেয়ার পরও কোন পুরুষ কর্তৃক সেক্সুয়াল হ্যারাসমেন্টের(নোংরা কথা, ইঙ্গিত, স্পর্শ ইত্যাদি) শিকার হলে সেক্ষেত্রে ইসলামিক আইনে ঐ পুরুষের শাস্তি কী? আর যদি উক্ত নারীর সতর্কতায় ত্রুটি থাকে (প্রত্যেক বান্দারই ত্রুটি বিচ্যুতি হয়ে যায়) সেক্ষেত্রে বিধান কী হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নোংরা কথা, ইঙ্গিত, স্পর্শ ইত্যাদির শিকার হলে সেক্ষেত্রে ইসলামিক আইনে নির্ধারিত কোন শাস্তি নেই, বিচারক উপযুক্ত যে কোন শাস্তি দিতে পারেন। জেল, বেত্রাঘাত ইত্যাদি। উক্ত নারীর সতর্কতায় ত্রুটি থাকলেও পুরুষের জন্য একই শাস্তির বিধান। কোন নারীর পর্দায় ত্রুটি থাকলে তকে নোংরা কথা বলা, ইঙ্গিত, স্পর্শ করার কোন সুযোগ নেই।