As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4617

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Sep 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ. আমি মহান আল্লাহর এক জন পাপী বান্দা. সরকারি চাকরির মাধ্যমে অবৈধ টাকা আয়করেছি আরো অনেক পাপ করেছি ্ এখন আমি কি ভাবে আল্লাহর কাছে মাফ চায়তে পারি। আমি অজি্র টাকা ও সম্পাদ কি করবো।কিছু লোকজনকে টাকা ফেরত দিতে পারবো বাকি টাকা ও সম্পাদ কি দান করবো। দান করলে কাদের দান করবো । আমার বয়স ৩৪ বছর।দয়া করে আমার উত্তর দিয়েন। বতমান আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন।আল্লাহপাক আপনাকে ভালো রাখুক

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চাকুরীকে ব্যবহার করে যে সব মানুষের টাকা-পয়সা আপনি অবৈধ উপায়ে নিয়েছেন তাদেরকে তাদের টাকা-পয়সা হিসাব করে ফিরিয়ে দেওয়া আপনার প্রথম ও প্রধান কাজ। এরপর সরকারী টাকা-পয়সা বা সম্পত্তি আপনার অর্জিত হলে সেগুলো সরকারী তহবিলে ফেরৎ দিন। যে সব অসহায় মানুষের টাকা অবৈধভাবে নিয়েছেন তাদেরকে পাওয়া সম্ভব না হলে সেই পরিমাণ টাকা পয়সা গরীব-অসহায়দের দিয়ে দিবেন। তবে আপনি আজীবন পাওনাদেরকে খুঁজতে থাকবেন যখন পাবেন তখন তাদের টাকা ফিরিয়ে দিবেন। সর্বশেষ আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইবেন। আমরা আপনার সুখী জীবন কামনা করি।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।