As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4614

সালাত

প্রকাশকাল: 17 Sep 2018

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। নামাজ সঙ্ক্রান্ত আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন যা কয়েকদিন আগে করেছিলাম কিন্তু উত্তর না পাওয়ায় আবার করলাম সঙ্গে আরো কয়েকটি প্রশ্ন যুক্ত করলাম। ১। একই নামাজের প্রতি রুকু অথবা সিজদা সমূহে সমান সংখ্যক তসবিহ পড়তে হবে কি? কম বেশি হলে কি কোনো সমস্যা?
২। নামাজের শেষ সিজদা দীর্ঘ করা কি বিদআত? ( শেষ সিজদায় বেশি বেশি দোয়া করতে গেলে তো সিজাদা দীর্ঘ হয়ে থাকে,। )
৩। ফরজ তিন বা চার রাকাত নামাজে প্রথম বৈঠকে তাশহুদ পড়ার পর ভুলে আল্লাহুম্মা সল্লি ওয়ালা এইটুকু পড়ার পর মনে পড়লো যে তাকে ৩য় রাকাতের জন্য দাড়াতে হবে। সে তখন কি করবে? পুরো দুরুদ পড়ে ফেলবে নাকি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ৩য় রাকাত শুরু করবে? আর ওইটুকু পড়ার জন্য সাহু সিজদা দিতে হবে কি? ৪। ফরজ নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহহু আকবার বা সামিাল্লাহু লিমান হামিদা শাব্দিক উচ্চারণে করা হয় কিন্তু একাকী নামজে অ-শাব্দিকে উচ্চারণ করলে কি নামাজ মাক্রুহু হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। তাসবীহ সংখ্যা কম-বেশীতে কোন সমস্যা নেই। ২। না, শেষ সাজদা দীর্ঘ করাতে সমস্যা নেই। আর শেষ সাজদায় দোআ করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি যে কোন সাজদায় দোআ করতে পারেন, একাধিক সাজাদায় দোআ করতে পারেন। ৩। না, পুরো দরুদ পড়বে না। এতটুকু পড়ার কারণে সাহু সাজদা ওয়াজিব হবে না। আরেকটু পড়লে সাহু সাজদা দিতে হবে। ৪। একাকী নামাযের ক্ষেত্রে নিঃশব্দে বা স্বশব্দে দুই ভাবেই এগুলো বলা যায়। একসাথে ২টার বেশী প্রশ্ন না করলে আমাদের জন্য ভালো হয়।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।