আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4578

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 12 আগস্ট 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম, প্রশ্নটি হচ্ছে, কেউ মারা গেলে তার জানাযার সালাত কে পড়াবে,সুন্নত পদ্ধতিটা যদি বলতেন। উল্লেখ্য যে,আমি শুনেছি তার পরিবার থেকে কেউ পড়াবেন এইটা নাকি সুন্নত । উত্তর পেলে খুব উপক্রিত হবো। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বর্তমানে আমাদের দেশে যেভাবে জানাযা পড়া হয় সেটাও সুন্নাত পদ্ধতি। পরিবারের কেউ জানাযা পড়াতে পারলে সে পড়ানো নিসন্দেহ ভালো। তবে পরিবারের প্রধান পরামর্শ করে ঠিক করে দিবেন, কে জানাযা পড়াবে।