আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4571

লেনদেন

প্রকাশকাল: 5 আগস্ট 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ। আমি আপনার কাছে একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। তাই আমার সমস্যাটা আপনাকে জানাচ্ছি…
আমার বাবা ক্লাবে ৩ ডি জমি দান করছে বলে ক্লাবের সদস্য গণ তার মৃত্যর পর দাবি জানায় যে তাদের কাছে দলিল আছে কিনতু বাবার জীবিত থাকাকালীন তারা কিছু বলে নি এবং তাদের দখলে জমি ছিল না, বর্তমানেও জমি দখলে নাই। যদি তারা জমিটুকু পেয়ে যায় আইনিভাবে(আমাদেরও চেষ্টা থাকবে কোন ভাবে যেন তারা না পায়) তাহলে কি ক্লাবে জমি দানের কারণে বাবার কবরে কি আজাব হতে পারে? এবং এ আজাব যেন না হয় সেক্ষেত্রে কি কোন উপায় আছে?
বিষয়টি জানালে খুব উপকৃত হতাম। ধন্যবাদ…।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ক্লাবে গুনাহের কাজে ব্যবহৃত হবে আপনার বাবার সম্পদ, এটা জানার পরও যদি আপনার বাবা ক্লাবে জমি দিয়ে থাকেন তাহলে তো এর কারনে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। এই অবস্থায় আপনাদের কর্তব্য হলো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার নামে অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ দান করা, তার নামে ভালো কাজে টাকা-পয়সা খরচ করা।