আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4564

হাদীস

প্রকাশকাল: 29 জুলাই 2018

প্রশ্ন

১/ আসসালামু আলাইকুম। । হাদিসে আছে যে গোপন পাপের কারণে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন সমস্ত আমল বিক্ষিপ্ত ধূলিকনায় পরিণত করে দিবেন। আমার প্রশ্ন হলো কেউ যদি গোপন পাপ করার পর তাওবা করে তাদের পূর্বেের আমলও কি বিনষ্ট হয়ে যাবে? ২/ কেউ যদি কোনো একটা পাপ থেকে তাওবা করার পর আবারও জেনে শুনে ঐ পাপ কাজে পুনরায় জড়িয়ে পড়ে তাহলে কি তার তাওবা পুনরায় কবুল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তওবা করলে পূর্বের আমল নষ্ট হবে না। ২। প্রকৃত অর্থে তওবা করার পর পূনরায় পাপে জড়ালে আল্লাহ পূণরায় তওবা কবুল করবেন।